
২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিরাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা সর্দার রুমি। শিক্ষা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে এই সম্মাননা প্রদান করা হয়।
গোলাম মোস্তফা সর্দার রুমি ১৯৯৭ সালে আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবনে প্রবেশ করেন। সেখানে তিনি টানা চার বছর দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তিনি হাতিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এই সময় তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০০৯ সালে দিরাই উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি দিরাই উপজেলার এসএসসি পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ সালে তিনি দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগদান করেন এবং বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন।
শিক্ষকদের সংগঠনিক নেতৃত্বেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ২০১৩ সালে দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন
এবং ২০১৪ সালে সুনামগঞ্জজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও ২০২৫ সালে তিনি দিরাই উপজেলার জেএসসি বৃত্তি পরীক্ষায় সহকারি হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক। তাঁর বড় মেয়ে বর্তমানে সিলেট এমসি কলেজে একাদশ শ্রেণিতে, দ্বিতীয় মেয়ে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণিতে, এবং পুত্র দিরাই উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট নির্বাচকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ও কার্যকর শিক্ষামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।