
সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি নান্টু দাসের বাড়িতে শীতার্ত ও অসহায় মোট ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরবর্তীতে বিকাল ৪টায় দিরাই বাজার এলাকায় ৫০ জন ভিক্ষুকের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি আরিফ রব্বানী সোহাগ এবং গীতা পাঠ করেন দয়াময় দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ দাস দেবল। সঞ্চালনায় ছিলেন অত্র ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সন্দীপন দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা সরর্দার রুমি, সাবেক সাধারণ সম্পাদক (শিক্ষা সমিতি) শিক্ষক দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় এবং জুলাই যোদ্ধা ও সমাজসেবক আতাহার আলী রাহাত। সাবেক কাউন্সিলর ৬নং ওয়ার্ড হিরণ দেবনাথ,
এছাড়াও বক্তব্য রাখেন দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম জিলানী, প্রধান আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মাসুম মিয়া, সহ-সভাপতি নান্টু দাস এবং সাংবাদিক কামরুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কোষাধ্যক্ষ কহিনুর মিয়া দপ্তর সম্পাদক কেপেন্দ্র দাস ত্রাণ বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।