
দিরাই নিউজ ২৪-এর পক্ষ থেকে ভাইরাল শিল্পী পূজা সরকারকে বিশেষ সম্মাননা প্রদা
রাজীব দাস:
২০২৪ সালে দিরাই নিউজ ২৪ পেইজে ভাইরাল হওয়া চতুর্থ শ্রেণির ছাত্রী ও উদীয়মান শিল্পী পূজা সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করেছে দিরাই নিউজ ২৪। পেইজটির সত্তাধিকারী সঞ্জয় রায় শিলপুর পক্ষ থেকে পূজার হাতে সম্মাননা তুলে দেয় ধামাইল শিল্পীরা।
আজ শুক্রবার অনুষ্ঠিত মুকুল ঠাকুর ধামাইল উৎসবের আনুষ্ঠানিকতা শেষে এই সম্মাননা প্রদান করা হয়। শিল্পী পূজা সরকারের অনবদ্য সুর, কণ্ঠ ও উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলায় তাকে এ স্বীকৃতি সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদানকালে দিরাই নিউজ ২৪-এর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মেধা ও প্রতিভাবান শিক্ষার্থীদের এগিয়ে নিতে তারা সর্বদা পাশে থাকবে। ভবিষ্যতে পূজা সরকারের আরও সাফল্য কামনা করেন ধামাইল সংগঠক সঞ্জয় রায় শিপলু।