
সিলেট প্রতিনিধি মোঃ রাজন আহমদ (ইপু)
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় বৃহস্পতিবার যোহরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার–প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট-৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ) আসনের প্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
দোয়া পরিচালনা ও আলোচনায় অংশগ্রহণ করেন শায়েখে রেঙ্গা বদরুল (রহ.)-এর বড় ছেলে মহিউল ইসলাম বুরহান এবং শায়েখে রেঙ্গার ছোট ছেলে। তারা ব্যারিস্টার জুনেদের রাজনৈতিক উদ্দেশ্য, সামাজিক মূল্যবোধ এবং শিক্ষার প্রতি তার অঙ্গীকারের প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বি, যুবক, তরুণ সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হলো সিলেট-৩ আসনে এনসিপির নির্বাচনী যাত্রা।
দোয়া পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেন, “রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসা আমার শিক্ষা জীবনের সূতিকাগার। আজ সেই প্রিয় শিক্ষাঙ্গন থেকেই দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পেরে আমি গর্বিত ও আবেগাপ্লুত। ইনশাআল্লাহ জনগণ আমাকে সুযোগ দিলে এনসিপির শাপলা কলি প্রতীকে বিজয়ী হয়ে তিন উপজেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো।”
তিনি বলেন, তিনটি উপজেলা—বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার মানুষের সবচেয়ে বড় চাহিদা চিকিৎসাসেবা, অবকাঠামো ও কর্মসংস্থান। তাই জনগণের প্রয়োজনকে মাথায় রেখে নারী চিকিৎসা সেবার মান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে আধুনিক চিকিৎসা নিশ্চিতকরণ,
সড়ক ও রাস্তাঘাটের উন্নয়ন এবং আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়ন, নদী ভাঙনরোধে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ, বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা, প্রতিটি ছেলে–মেয়ের শিক্ষার সুযোগ নিশ্চিত করে দক্ষ মানবসম্পদ তৈরি।