
বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী ও সংগঠক ঋতেশ দেব ঝিনুক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনে প্রার্থী হওয়ার প্রত্যাশায় কাজ শুরু করেছেন। বড় পরিসরে মানবসেবার ব্রত নিয়ে তিনি স্বপ্ন দেখছেন জনপ্রতিনিধি হওয়ার। হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই-শাল্লা’র জণগণের সেবা করতে চান।
জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে ঋতেশ দেব ঝিনুক বলেন, ‘জনগণই আমার প্রেরণা। মানবসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আমি জনপ্রতিনিধি হতে আগ্রহী হয়েছি। মানুষের সেবা করতে কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। মানব সেবা হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি। সেবা হলো নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করা, যা মানবতার সর্বোচ্চ আদর্শের মধ্যে পড়ে। জনগণের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের জন্য কাজ করে যাবো।’
এছাড়াও তিনি দিরাই -শাল্লার মাঠে ময়দানে জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ ফেইসবুক মাধ্যমে তার কর্মী সমর্থকেরা ঋতেশ দেব ঝিনুকে পক্ষে বিপুল প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দিরাই শাল্লা’র নতুন ভোটারদের প্রত্যাশা নির্বাচনে যদি ঋতেশ দেব ঝিনুক আসেন তারা উনাকে মূল্যায়ন করবে। দিরাই শাল্লার অনেকের প্রত্যাশা একজন শিক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনের প্রার্থীদের মধ্যে ঝিনুক অন্যতম। সে যদি নির্বাচনে আসে নতুন চমক দেখাতে পারবে।